নীতিমালা
১/কৃষকবাড়ি বাংলাদেশের বীজ আইন (সংশোধনী আইন ২০২০) সম্পুর্ণ মেনে বীজ বীজ ব্যাবসা পরিচালনা করে।
২/যেহেতু কৃষকবাড়ি এগ্রো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত বীজ কোম্পানি গুলোর বীজ বিপনন করে,সেহেতু এই বীজ গুলোর অংকুরোধগম ছাড়া অন্যকোন নিশ্চয়তা প্রধান করেনা। এর দায়ভার কাস্টমার এবং কোম্পানির মধ্যে সীমাবদ্ধ।
৩/কিছু ক্ষেত্রে পন্য স্টকে না থাকলেও ওয়েবসাইটে দেখানো হয়। সেক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিং করে কাস্টমারকে পন্য দেওয়া হয়।
৪/যেকোন কারন ছাড়াই কৃষবাড়ি এগ্রো যেককোন ক্রয়াদেশ বাতিলের ক্ষমতা রাখে।